Wellcome to National Portal

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁয় আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চাষী মো: আরিফুল ইসলাম এর সফলতার গল্প
ছবি
ডাউনলোড

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন
প্রকল্পভুক্ত মাচায় কালো তরমুজ উৎপাদনকারী চাষী মো: আরিফুল ইসলাম এর সফলতার গল্প

মো: আরিফুল ইসলাম, পিতা: মো: আশরাফুল ইসলাম গ্রাম: কুশমইল , ইউনিয়ন: হাজিনগর, উপজেলা: নিয়ামতপুর জেলা: নওগাঁ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর, নওগাঁ এর আয়োজনে উঠান বৈঠক থেকে মাচায় কালো তরমুজ চাষ সম্পর্কে জানতে পেরে তিনি বেশ আগ্রহী হন। পরবর্তীতে তিনি কৃষি অফিসে যোগাযোগ করে তরমুজ চাষ বিষয়ে বিস্তর ধারনা লাভ করেন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অধীন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। কৃষি উদ্যোক্তা মো: আরিফুল ইসলামকে ২০২৩-২০২৪ অর্থবছরে উক্ত প্রকল্পের আওতায় মাচায় কালো তরমুজ চাষ প্রদর্শনীর যাবতীয় উপকরণ প্রদান করা হয়। নির্দেশনা মোতাবেক চাষ শুরু করেন। সফলতা আসে প্রথম চেষ্টাতেই। কৃষি অফিসের এরকম সহযোগিতা ও নিজের সফলতা তাকে আত্মবিশ্বাসী করে তোলে। সুষ্ঠু পরিকল্পনামাফিক কাজ তাকে পৌঁছে দেয় এক অনন্য উচ্চতায়। প্রথমিকভাবে তিনি ৭০,০০০/- (সত্তর হাজার টাকা মাত্র) তরমুজ বিক্রি করেন এবং পরবর্তীতে তরমুজ বিক্রয় হতে আরো ৬৫,০০০/- (ষাট হাজার টাকা) লাভ করেন। তার কাছ থেকে জানা যায় এ পদ্ধতিতে তরমুজ চাষে তার মোট খরচ ৩০,০০০( ত্রিশহাজার টাকা) এবং তার নীট লাভ ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) । তার এই সফলতা অন্য কৃষকদের মনেও কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। বর্তমানে নিকটবর্তী অনেক কৃষকই তার এই মাচায় কালো তরমুজ চাষ কার্যক্রম দেখার জন্য আসেন এবং তার কাছে এই বিষয়ে বিভিন্ন পরামার্শ নেন। কৃষি উদ্যোক্তা মো: আরিফুল ইসলাম এভাবেই ঐ এলাকার একজন মডেল কৃষি উদ্যোক্তা হয়ে উঠেন।