Wellcome to National Portal

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁয় আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

উপজেলা পটভূমি 

নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলা ০৮ টি ইউনিয়ন সমন্বয়ে গঠিত যার আয়তন ৪৪৯.১০ বর্গকিলোমিটার । নিয়ামতপুর উপজেলার উত্তরে নওগাঁ জেলার পোরশা, পূর্বে মান্দা ও মহাদেবপুর,দক্ষিণে রাজশাহী জেলার তানোর,চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল এবং পশ্চিমে গোমস্তাপুর ও নাচোল উপজেলা। নিয়ামতপুর উপজেলা বরেন্দ্র ভূমি এইজেড-২৬ ও এইজেড-২৫ নিয়ে গঠিত। এ এলাকার প্রধান ফসল ধান, আমন মৌসুমে প্রায় ২৯০০০ হেক্টর জমিতে রোপা আমন ধান, বোরো মৌসুমে প্রায় ২১০০০ হেক্টর জমিতে বোরো ধান এবং আউশ মৌসুমে প্রায় ৮০০০ হেক্টর জমিতে রোপা আউশ ধান আবাদ হয়। এছাড়াও গম প্রায় ৩৮০০ হেক্টর, সরিষা ৩৫৩০ হেক্টর, আলু ১৪০০ হেক্টর, শাক সবজি ১০০০ হেক্টর এবং ডাল জাতীয় ১০০ হেক্টর জমিতে আবাদ হয়। এটি একটি খাদ্য উদ্বৃত্ব উপজেলা, প্রতি বছর প্রায় ১৪০০০০ মেঃ টন খাদ্য উদ্বৃত্ব থাকে, যা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হয়ে থাকে।